পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/১২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ক্ষুভিয়া প্লাবিয়া যথা সমুদ্র অস্থির; বসত্তে—বনাস্তে যথা হরস্ত সমীর সারা ফুলবন দলি" নহে তৃপ্ত হিয়া। এ দেহ–পাষাণ-ভার কর গো অস্তর 1 হৃদয়-গোমুখী-মাঝে প্রেম-ভাগীরথী, ক্ষুদ্র অন্ধ পরিসরে ভ্রমি’ নিরস্তর হতেছে বিকৃত ক্রমে, অপবিত্র অতি। আলোকে পুলকে ঝরি’, তুলি” কলম্বর করুক তোমারে চির স্নিগ্ধ-শুদ্ধমতি। এখনো রজনী আছে এখনো স্থদীর্ঘ ছায় ঢাকি তরুমূল; এখনে স্থদুর বঁাশী আলাপে মধুর; এখনো ঝরিছে জ্যোৎস্ন। মলিন বিধুর; এখনো বহিছে ঝর করি’ কুলু-কুল। এখনো টুটিছে ফুল, ফুটিছে মুকুল; এখনো দেখিছে গিরি রবি কত দূর; এখনো স্বমন্দ বায়ু সুগন্ধ-আতুর— কেন তুমি, বনমুখী, সরমে আকুল। সুপ্ত-অলি-বদ্ধ-পদ্মকলিকা-নয়নে রও, চির চেয়ে রও, লে। মধু-যামিনী। অতনু-কম্পিত তন্থ,—অতৃপ্ত স্বপনে বাধ’ চির-আলিঙ্গনে, কুসুম-কামিনী। এখনো দেবত। আখি জাগিয়া আকাশে; এখনো দেবতা-শ্বাস ভাসিছে বাতাসে।