পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/১৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অক্ষয়কুমার বড়াল-গ্রন্থাবলী তার পর, কোন দিকে,— মনেতে পড়ে না ঠিকে, সময়ে—কল্পনা সত্যে গেছে এক হইয়া, কোন এক বর্ষ।-রাতে, কি কবিতা লয়ে সাথে, কি কাব্যে চলিয়া গেলে, কি নায়িক পাইয়। সময়ে—কল্পনা সত্যে গেছে এক হইয়া। একেলা—একেল, হায়, পড়িয়া কুটার-ছায়, একেল। আকাশ-পানে থাকিতাম চাহিয়া! বৃষ্টি পড়ে ঝর ঝর, হুহুহু বায়ুর স্বর, ছোটে নদী তর তর, তরী যায় বহিয়া। একেলা আকাশ-পানে থাকিতাম চাহিয়া। হাসিতে আসে না হাসি, সে খেয়ালে বাসাবাসি। হৃদয়ে বাসনা নাই, কবিতায় কল্পনা। সুরেতে বাজে না বাণী, ফুলে নাই মধু-রাশি, নিদ্রায় স্বপন নাই, জাগরণ যন্ত্রণা। হৃদয়ে বাসনা নাই, কবিতায় কল্পনা। রবি, শশি, তারা, ব্যোম, শুক্র, শনি, বুধ, সোম, ধূমকেতু মত খুজে—গ্রহে গ্রহে মরিয়া, আজ, আহ, কত দূরে, কত কল্প ফিরে-ঘুরে, এক গ্রহে পৌছিয়াছি সুর-রেখা ধরিয়া। ধূমকেতু মত খুজে—গ্রহে গ্রহে মরিয়া।