পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/১৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SS অক্ষয়কুমার বড়াল-গ্রন্থাবলী নিরভিমান সারা রাত ভিজেছে শিশিরে, পর-আশে ব’সে ব’সে ফুল; অপরে শুনাতে গান, পাখী সারা দিন হ’য়েছে আকুল; ধীরে ধীরে নিবে যায় তার, পর-পানে চেয়ে সারা রাত;– হ। অভাগ, অভিমান-হারা। চ’লিয়াছ কেন পর-সাথ? কোন দোষে? যাও তুমি চলিয়। যখন, পাশ দিয়া, ধীরে, হেলে স্থলে; উথলি উছলি ওঠে মন, পিছনে পিছনে যাই ভুলে। চাও তুমি আমনি ফিরিয়া, চাহনি কঠোর অতি, রোষে। সারা দিনে পাই না ভাবিয়া,— আঁখি রাঙা, দেখে কোন দোষে? তার ভালবাসা ভাল সে ত বাসে না আমায়, ভালবাস। তার ত চাই না। দিনান্তেও একবার কেন, তার মুখ দেখিতে পাই না।