পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/১৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

는 8 অক্ষয়কুমার বড়াল-গ্রন্থাবলী छेवां নয়নেতে মোহ অঁাক, অধরেতে হাসি মাখ, ঘুম-ভাঙা উষা-রাণী আসে পায় পায়। সুনীল মেঘের কোলে কিরীট-কিরণ দোলে, সোনার আঁচল লোটে মুমেরু-মাথায়। শুভ্র মেঘ-স্তরে-স্তরে আলো-রেখা খেলা করে, নিরমল নীলাকাশ বিস্ময়ে চাহিয়া; হাসি মাখা শুভ্র মুখ, আাধ ঢাকা শুভ্র বুক, দিক-নারী সারি সারি ঘেরে দাড়াইয়। মান-মুখী শুক-তার আলোকে লাজেতে সারা; লুকায় মলিন ছায়। গিরিতলে, বনে; নিদ্র ক্রাসে ছুটে যায়; স্বপ্ন আলু-থালু প্রায়, কল্পনা চমকি চায় পুর্ব্ব-দিক পানে। ফুটিছে হাসিয়৷ ফুল; হলিছে লতিকা-কুল; মহীরুহ নত শির, ঝরিছে শিশির; পুর্ব্ব-মুখে চেয়ে চেয়ে, পাখী ওঠে গেয়ে গেয়ে; বহে ধারি ধীরি অতি শিহরি সমীর।