পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/১৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অক্ষয়কুমার বড়াল-গ্রন্থাবলী দেখিছি হাসিতে যেন অগ্রট-জল কার। দেখা হ’লে নত জাখি, ছটি শ্বাস থাকি থাকি, আকুল পরাণ-পাৰী ছাড়িতে সংসায়। দেখেছি হাসিতে যেন অগ্রট-জল কার। দেখেছি অগুরুতে যেন কার মৃচ্ছ হালি। দীপ নিজ-নিভ প্রায়, চারি দিকে হায় হায়। নিম্পন্দ নয়নে চেয়ে ভালবাসা-বাসি। দেখেছি অশ্রুতে যেন কার মৃদ্ধ হাসি। —সত্য যেন উপকথা, দূর স্বপ্ন-জাল। বুঝিতে হয় ন৷ সাধ, গত তুখে সুখ-স্বাদ। পরের ঘটন। ল’য়ে কাটে যেন কাল। সত্য যেন উপকথা, দূর স্বপ্ন-জাল। তরী ব’হে যায় তরী ব’হে যায়, আঁধারের ছায়। মেঘের আকাশে ঘনাইয়া আসে। বনানী স্থ ধারে খলিছে আঁধারে।