পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/১৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অক্ষয়কুমার বড়াল-গ্রন্থাবলী প্রিয়ে, একবার চাও। এ বিষণ্ণ হৃদি পরে, অঞ্জ-হারা মেঘ-স্তরে ইন্দ্রধন্থ বারেক ফুটাও। এ জীবন-বর্ষা-শেষে, আলেt-মাখ বৃষ্টি-বেশে দও দুই খেলি একবার, প্রিয়ে, আঁখিতে তোমার। চোখ ফুটাফুটি নলিনি, চাহনি তোর বিষম সি খেল চোর, যেখানে যা-কিছু পায়, চুরি ক’রে নেয়। কেউ বলে দিন কত, কেউ বলে জন্ম মত হাতে পেলে চোরা-ধন ফিরে নাহি দেয়। গরিব বেচারা আমি, কোন কিছু নেই দামী, লোক-মুখে শুনে শুনে তবু করি ভয়। পড়িলে ও দৃষ্টি-আড়ে, আতঙ্কট চাপে ঘাড়ে, বুকে হাত দিয়ে ফেলি,—কখন কি হয়। সদা সশঙ্কিত থাকা— চলে না আলাপ রাখা। চোখ ফুটে বাধি আয়, লেঠাটা ঘুচাই। চারি দিকে খোজা-খুজি, 4. এই বুঝি—ওই বুঝি, এ চুরির সাজা এই, পিছে তাই তাই।