পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/১৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

وان 8 অক্ষয়কুমার বড়াল-গ্রন্থাবলী কেন চ’লে যায় প্রাণ, কেন চ’লে যায়? পেতে নব দেহ। কম ভেঙে যায় প্রেম, কেন ভেঙে যায়? পেতে স্মৃতি-স্নেহ। ডুবেছে তপন ডুবেছে তপন, আলোক-জীবন; ধরণীর বুক ছাইছে আঁধার। ফিরিছে পথিক, মলিন বয়ন; জগতের কাজ নাহি যেন আর। যে আলোক গেল, গেল একেবারে? রহিল না প্রেম, গেল কি সমূলে? ধীরে আসে বায়ু, মুছে শ্রম-ধারে, যে ভুলে—যেন গে। একেবারে ভুলে। ডুবেছে তপন, প্রত্যক্ষের আলো; দলে দলে তারা ফুটিছে আবার। কোটি চক্ষু মেলি ঘেরে চারি ধার, সমষ্টির যেন ভগ্ন-কণা-জাল। যে আছিল এক, হ’লে শত শত। কণায় কণায় প্রেমের জগত। বাসি মালা অনাদরে বাসি মাল৷ ব’লে, কে গেছে ফেলিয়া পথ-ধারে? কত লোক যাবে পায়ে দ’লে, কথাটা ভাবে নি একেবারে।