পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/১৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छूण * श्रनृ8-वांणां অদুষ্ট-বালা শোনা হ’লে না ক কার কথা, বোঝা গেলো না ক কার ব্যথা,— যেন এত কথা, এত গানে। দেখা হ’লে না ক কার মুখ,— জগতের এত সুখ-দুখ প্রাণীময় সংসারের প্রাণে। জীবনের পূরিত সকল, কে যদি গে। আসিত কেবল। গানে বাকি সুর দিতে, ফুলে বাকি তুলে নিতে, স্বপ্নে বাকি জমাতে তরল। —কে যদি গো আসিত কেবল। অযতনে খ’সে পড়ে সবি। ধরিয়া তুলিটি স্বধু, ঘটে। রেখা টেনে গেলে— শূন্য-হৃদি, হ’য়ে যায় ছবি। কোনটা ধরিতে হবে, কথাটা বলিয়া গেলে— লক্ষ্য-হারা, হয়ে যায় কবি। কোথা সেই ফুটিয়াছে ফুল, এ শুষ্ক তরুর। কোথা সেই বহিছে তটিনী, এ তপ্ত মরুর। শীতল যুথির মৃত্যু বাস, বায়ু স্বধু আনিছে হেথায় কার মুখ চুমি? কে আছ, কোথায় আছ তুমি। কোথা তুমি চির মধু-মাস। কোথা তুমি চির উষা-হাস। 世&