পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/২৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শঙ্খ ৪ সন্ধ্য। সন্ধ্যা দুরে—সুমেরুর শিরে আসে সন্ধ্যারাণী, স্বনীল বসনে ঢাকি ফুল-তমুখানি। তরল গুণ্ঠন-আড়ে মুখ-শশী উকি মারে; সরমে উছলি পড়ে কত প্রেম-বাণী। নব-নীলোৎপল মত टॅiथि দুটা অবনত; সন্ত্রমে সঙ্কোচে কত বাধিছে চরণ। পতির পবিত্র ঘরে সতী পরবেশ করে— হাতে সুবর্ণের দীপ, হৃদয়ে কম্পন। নয়নে গভীর তৃপ্তি— ক্ষীরোদ-সমুদ্র-দীপ্তি; অধরে চন্দ্রিকা-হাসি—বিজয়-বিশ্রাম। নিঃশ্বাসে মলয়াবেগ, অলকে অলক-মেঘ, শুক্রতারা-মুকুতার—নৃত্য অভিরাম। আসে ধনী আথি-বিথি, কপালে তারকা-সিন্থী, সীমস্তে সিন্দুর-বিন্দু—দিনান্ত-তপন; গুচ্ছে গুচ্ছে কালো চুলে স্তন্ধ অন্ধকার তুলে; দিগন্ত-বসনাঞ্চলে কত না রতন। వe