পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/২৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*थध १ बांलबेिथयों 8° লও নিত্য নব আশ। জগজনে ভালবাস। পুরিয়া হৃদয়। লও তৃপ্তি, লও শাস্তি। রেখে যাও ভুল, জাস্তি, স্বধু হঃখ সমুদয়। সংসারে কোথা হে জগৎ-পিতা। ডাকি হে কাতরেদলিত মথিত আমি সংসার-সমরে। নিত্য এই পরাজয়—দীনতার মাঝে, বল, তব শুভ ইচ্ছ। সতত বিরাজে। এ জীবন কাল-রাত্রি—বল বল, নাথ, অদূরে রয়েছে চির-বসন্ত-প্রভাত। এ ভীষণ ভূমিকম্প—ধর বিদারিয়া, বল, কত্ত স্বর্ণখনি দিবে দেখাইয়। প্রলয়-সাগরোচ্ছ্বাসে বৃথা ভয় গণি, বল, দিবে কুলে আনি কত মুক্তামণি। বালবিধবা হারায়েছে পতি নবম বরযে, বিবাহের প্রায় হু’ মাস পরে। লোকে বলে তার কি পোড়া কপাল, এমন স্বামী কি অকালে মরে॥ বিবাহের কিছু মনে নাহি পড়ে, মনে পড়ে দূরে বাজিছে বঁাশী— উঠানে উঠিছে কল কল রব, ছুটাছুটি করে সকলে হাসি।