পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/২৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

केन F কখন কেমন কেমন কেমন অক্ষয়কুমার বড়াল-গ্রন্থাবলী জলস মনেতে ভাবিতে ভাবিতে স্বপনের মত চমকে প্রাণে— চেয়ে আছে যেন ছুটী টান চোখ, অতি শ্রাস্ত হ’য়ে চোখের পানে। ঘুমাতে ঘুমাতে উঠে চমকিয়, কে যেন হাতটা ধরিল আসি’— চারি দিকে চায়,—কেহ কোথা নাই, বিছানায় কাপে চাদের হাসি। ভোরেতে সহসা উঠে শিহরিয়া, কে যেন ঈষৎ চুমিল তায়— চারি দিকে চায়—কেহ কোথা নাই, বহে পরিমল-শীতল বায়। সারাট। সকাল উদাস হৃদয়, সব কাজে যেন করিছে ভুল— গাছের তলায় কি ভেবে দাড়ায়, তুলিতে আসিয়া পুজার ফুল। সারাট। ছুপুর কাটিয়া কাটে না, বসিয়া বসিয়া নদীর তীরে— উড়ে যায় চিল, ভেসে যায় মেঘ, ডিঙ্গি বেয়ে গেয়ে জেলেরা ফিরে। সাঝের সময় চোখে আসে জল, কোলে পড়ে' মালা—কি ভেবে সারা। বার বার চায় আকাশের পানে, উঠিয়াছে কি ন৷ সাঝের তারা।