পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৩১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

७षा: श्रृङ्घ] و در ۹ uहै कि भग्न१? এত দ্রুত—সহসা এমন। চিরতরে ছাড়া-ছাড়ি, দেহে প্রাণে:কাড়া-কাড়ি, নাই তার কোন আয়োজন। বলিবে না কোন কথা, জানাবে না কোন ব্যথা, ফিরাবে না বারেক নয়ন। মন কি গে। কঁাদিছে না? প্রাণে কি গে৷ বাধিছে না? যেতেছ যে জন্মের মতন। হও নাই গৃহের বাহির। আজ তুমি কোথা যাবে? কার মুখ-পানে চাবে মুখে দুঃখে হইলে অস্থির? অচেনা অজানা ঠাই, কেহ আপনার নাই— কে মুছাবে নয়নের নীর? কোমল সরল অতি, পতি গতি, পতি মতি; কে বুঝিবে মর্য্যাদা সতীর। এ কি দেখি জাগিয়া স্বপন? ঘই যুগ জান-জানি—আজ কিসে মিথ্যা মানি— দুই দেহে এক প্রাণ-মন ৷ এত আশা, হাসী-কাদা, এত বুকে বুকে বাধা, এত ভক্তি, মমতা, যতন— ভাবি নাই একবারে। তুমি যে মরিতে পারে, পারে। মোরে ভুলিতে এমন। বুঝিতে যে চাহে না হৃদয়। বলিতে সোহাগে রাগে,—মরিবে আমার আগে, এ বেন তাহারি অভিনয়। এখনো যেতেছে দেখা অধরে হাসির রেখা, মুখ যেন কথা কয়-কয়।