পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৩৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Sy অক্ষয়কুমার বড়াল-গ্রস্থাবলী বলিতে আমায়,—নমিতে তোমায় ছন্ধ পুষ্প তিল দিয়া; তোমার নিঃশ্বাসে সর্ব্ব রোগ নাশে, যায় হুঃখ পলাইয়া। আর—এ আস্তর ছিল কি সুন্দর! প্রণয়-স্বপনে লীন— সহজ, সরল, কবিত্ব-বিহবল, মুখে তুখে উদাসীন। ছিল এই ধর। কত মনোহর। নয়নে নয়ন পড়ে,— আকাশে বাতাসে দেবতা নিঃশ্বাসে, জলে স্থলে সুধা ঝরে। হেরি” নরে—মম হ’ত ঋষি-ভ্রম, নারী ছিল দেবী সম; মন্দার-কলিকা বালক বালিকা, বিধাতা সাক্ষাৎ ক্ষমা! আজ প্রেম-হারা এরা সব কারা? স্বার্থ-ভর। নারী নর! জগৎ—নরক, ছভিক্ষ, মড়ক; মৃত্যু এক সর্ব্বেশ্বর। বিধি বিধি-হীন, চলে’ যায় দিন,— আাছি চেয়ে অন্ত কেহ। উঠি চমকিয়া, বুকে হাত দিয়া বুঝি—এ আমার দেহ।