পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৩৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* উঠিছে ডুবিছে তারাগণ, জন্মিছে মরিছে কত মেঘ, আসিছে শ্বসিছে সমীরণ— প্রাণহীন কিব। নিরুদ্বেগ। তেজোহীন রবি দিন দিন, মসীঘন শশীর গহবর, বাদ্ধক্যে প্রকৃতি শোভাহীন, ধরা—শুষ্ক পতিত প্রান্তর। স্বত প্রিয়। মৃত্যু সর্ব্বভুক, মৃত্যুর নাহিক কালাকাল; গেছে সুখ, নাহি ভরি হখ, জীবন ত শুধু ইন্দ্রজাল। শূন্ত—ওই শূন্ত ছিন্ন করি, ইচছা হয় জিজ্ঞাসি ধাতায়,— “শুন্ত হস্তে আছ শুন্ত ধরি, সত্য স্থখ হুঃখ কেন তায়? “সেই প্রেম—সে কি গে। কুহক? এখনো নয়নে মনে ভাসে। এই স্মৃতি—জীবন-শোষক, এও কি শুন্তত হ’তে আসে?” S হে প্রিয়, ভাবিয়াছিলে,—হয়েছি কাতর প্রিয়ার মরণে ১ তার কথা—ছটা কথা, কথা অবাস্তর কহিস্থ হ’জনে।