পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৩৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

dर्षी: ८णांर्द কি অস্থির সংক্রমণ। कि शर्डौब्र ख्यां८लांछून! বিস্মিত—স্তম্ভিত আমি দাড়াইয়। তটে। নাহি দিবা-রাত্রি-জ্ঞান, অস্তমিত বিবস্বান, তুমি মত্ত আপনার প্রলয় নর্ত্তনে। তরঙ্গ আছাড়ি’ তীরে কাতরে কাদিয়া ফিরে; ক্ষুব্ধ বায়ু হা-হা করে নিষ্ফল গর্জনে। উচ্ছ্বসিয়া–উল্লজিঘয়া, সহস্র তরঙ্গ নিয়া, সহস্র বাস্থকি-ফণা ঘর্ঘর-নির্ঘোষে— বক্তে, ফেন রাশি রাশি, কি বিকট অট্টহাসি। ধরারে ফেলিবে গ্রাসি আহত সংরোৰে। এইখানে ধরা শেষ— ধরার সংঘর্ষ-ক্লেশ, জীবনে মরণে সন্ধি—লুপ্ত আত্ম-পর। কম্পিত ভঙ্গুর তট, মহাকাশ সন্নিকট, সাগরে জলদ-বিম্ব—জলদে সাগর। এই চির হাহ-রবে— যেন আমি এক ভবে হেরি মূল-প্রকৃতির হৃদয়-স্পন্দন। পলকে পলকে হয় কত-না উত্থান লয়— কত অনির্দেশ আশা, অস্ফুট স্বপন। > *