পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৩৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* সে সময়ে দিও দেখা। नग्नट्टन यर्थम चनi८व भद्मश्, ধরণী হইবে ধুসর-বরণ; নয়নের তলে অতীত জীবন স্বপনের সম লেখা! পড়ে শ্বেতজাল শিব-নেত্র পর, শিথিল শরীর, হিম পদ-কর, আনাভি নিঃশ্বাস, কঠোর ঘর্ঘর— সে সময়ে দিও দেখা। পলাই—পলাই ভাঙ্গি’ দেহ-কার, আছাড়ে হৃদয় উনমদ পারা, ডাকে পরিজন নাহি পায় সাড়t— গভীর নিযুতি যাম। ভয়ে ভীত প্রাণ র্কাদিয়া কাতরে শিরা-উপশিরা অঁাকড়িয়া ধরে; দীপ নিবে-নিবে, সময় ন নড়ে, সবে করে-হরিনাম। অতি নিরুপায়, কোথা ছিল পড়ি’— আজীবন-স্মৃতি আসে হা-হা করি”। প্রতি দিনে দিনে রহিয়াছে ভরি’ কি গাঢ় কলঙ্ক-দাগ। নিজ পাপে তাপে অদৃষ্ট গড়িয়া দেহ হ’তে আমি যাই বাহিরিয়া— সে সময়ে কাছে দাড়াবে কি, প্রিয়া, ল’য়ে চির-অনুরাগ?