পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৩৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এষা ই সাম্বন৷ রোগে শোকে দারিয়েন্ত সন্দেহে, ভুলি যদি তব পুত্র-স্নেহে হই স্বত্তম্ভর। ধর মোর কর। ধর মোর কর। দেহ মন অস্থির সতত, গড়িতে–ভাঙ্গিতে চায় কত বিশ্ব-চরাচর। বারবার পড়ি, উঠি, ছুটি, কত চাই, কত তুলি মুঠি— অতৃপ্তি-কাতর। ধর মোর কর। ধর মোর কর। অবসক্স দেহ মন আজ, অসমাপ্ত জীবনের কাজ। মৃত্যু-শয্যা পর— শূন্ত দৃষ্টি, শীর্ণ বাহু তুলি” কারে খুজি আকুলি’ ব্যাকুলি’ ৷ হে চির-নির্ভর, ধর ঘটা কর। 영 কি স্বপন সুমধুর। দুর—দুর—অতি দূর— বৈকুণ্ঠের উপকণ্ঠে স্বর্ণ-অলিন্দায় দিয়া ভর, একাকিনী দাড়াইয়। বিষাদিনী। হেরিছে কাতর-নেত্রে ধরিত্রী কোথায়