পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৩৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এষা: সাম্বন। প্রতি কর্ম্মে—প্রতি ধর্ম্মে—উঠেছিলে, সতী, উচ্চ হ’তে উচ্চতরে। নিম্ন হ’তে নিমস্তরে নামিতেছিলাম আমি অতি দ্রুতগতি। ক্রমে বাড়ে ব্যবধান, তাই হ’লে অন্তৰ্দ্ধান— তোমারে স্মরিয়া যাহে হই শুদ্ধমতি। হে দেব, মঙ্গলময়, মঙ্গল-নিদান। তোমারে হেরি নি, প্রভু, বিশ্বাস করি হে তবু,— সর্ব্ব-জীবে সর্ব্ব-কালে দাও পদে স্থান। তোমারি এ বিশ্ব-স্থষ্টি, আলো-অন্ধকার-বৃষ্টি, জন্ম-মৃত্যু, রোগ-শোক তোমারি প্রদান। ভাঙ্গিতে গড় নি প্রেম, ওহে প্রেমময়। মরণে নহি ত ভিন্ন, প্রেম-সূত্র নহে ছিন্ন— স্বর্গে মর্ত্যে বেঁধে দেছ সম্বন্ধ অক্ষয়। শোকে ধুধু হাদি-মরু, আছে তার কল্পতরু। নেত্র-নীরে ইন্দ্রধন্থ হুইবে উদয়। তুমি নিত্য সত্য শুদ্ধ, তোমারি ধরণী; তোমারি ত ক্ষুদ্রকণ। उपांभद्रां ७ eधङिछनt, শোকে হুঃখে ভ্রমে কেন পরমাদ গণি? S ૨ Ն Ֆ