পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৩৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సి অক্ষয়কুমার বড়াল-গ্রন্থাবলী ব্যাপি সর্বব-কাল-স্থান তব প্রভা দীপ্যমান, ব্যোমে ব্যোমে কম্পমান তব কণ্ঠধ্বনি। ছরস্ত বাসনাবর্তে সতত ঘূর্ণন— নিরস্তর আত্মপূজা, তোমারে না যায় বুঝ— সৌভাগ্যে বিস্মৃতি ব্যঙ্গ, তুর্ভাগ্যে দূষণ মলিন চঞ্চল মনে যদি প্রভা পড়ে ক্ষণে, বুঝিতে না দেয়—তুমি কত যে আপন অনাদি অনন্ত তুমি—অসীম অপার। আমি ক্ষুদ্র বুদ্ধি ধরি’ কত ভাঙ্গি—কত গড়ি, করি কত সত্য-মিথ্যা নিত্য আবিষ্কার নিজ সুখ-দুঃখ দিয়া, তোমারে গড়িয়া নিয়া, বসি তব ভাল-মন্দ করিতে বিচার মজিয়া আপন জানে অলপমা বাখানি; রোগে-শোকে ভাৰি ভরে জন্মি নাই মৃত্যু তরে— যদিও এ জন্ম-মৃত্যু কেন নাহি জানি। জানি,—মনঃ প্রাণ দেহ নহে আপনার কেহ— তোমারে তোমারি দান দিতে অভিমানী।