পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৪৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

“ रिनििश् * श्t)् . . 城 stet \బి

    • नांब्रकी!-नग्नक-कौछै |”—লক্ষে লঙ্কে ছফারিয়া, ছুটিছে কুমার অশ্বে, দুই পার্শ্ব আক্রমিয়া। দলি” অশ্বে, বিধি’ ভল্পে, দীর্ঘ আসি পড়ে উঠে— ছুটে শূন্তে ছিন্ন বাহু, ছিন্ন মুণ্ড পড়ে লুটে। জর্জর—ছুটিছে অশ্ব—সর্ব্বাঙ্গে ঝরিছে ফেনী। হটিতে হটিতে ক্রমে, একত্র বিপক্ষসেন।; * ঘেরিতেছে ক্রমে ক্রমে, নাহি দৃষ্টি, নাহি জ্ঞান। প্রাণপণে যুঝে রুড রক্ষিতে কুমার-প্রাণ।

w©ፃ

  • উদ্ধারিতে রাজদেহ, মদন উন্মত্তপ্রায়, ছুটিছে, ঘুরিছে অসি, করি’ পথ অসিঘায়। প্রতিবাধ, প্রতিবিল্প পদাঘাতে করি চুর — এখনো রয়েছে বেলা, চক্র ওই নহে দূর। উঠিছে, পড়িছে আসি, হুঙ্কারিছে ‘মার-মার”।

কাতারে কাতারে সেনা আক্রমিছে বার বার। উঠিতেছে জয়নাদ—মানসিংহ সচেতন। মদনে রক্ষিতে সুখ যুঝিতেছে প্রাণপণ। VՑԵյս

  • বাজিছে দামামা, ভেরী; সুর্য্যকাস্ত নিরুপায় সেন না আহবান শুনে, ব্যুহ নাহি রচ যায়। প্রতি সেন ক্রোধে মত্ত, করি ভর নিজ বলে, যুঝিতেছে—বধিতেছে—পড়িতেছে ধরাতলে। কেহ ছুটে রুডা-পিছে, স্বখা-পিছে কেহ থায়। হটিতেছে মানসিংহ–পরাজয়-ছলনায়। সূর্য্যকান্ত মুছে অশ্রু,—কেহ না দেখিছে ফিরে;

মিলিতেছে মানসিংহ, কচুরায় সহ ধীরে।