পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৪৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

च्प्रक्रब्रकूभीब्र बङ्गांल-अंहांवलौ দর্শনে। কালাংড়া,—পোস্ত। কি তুমি—জানি না, প্রিয়ে। রূপের ঢেউয়েতে আমি গিয়েছি ভাঙিয়ে। প্রাণ করে টলমল, নয়নে ভ’রেছে জল, বুকে আর নাহি বল, দেখিতে ভাৰিয়ে। মিলনে। ভৈরবী,—জাড়া। প্রিয়ে, এ স্থখ-মিলন,— এক দিন হবে যেন সুদূর স্বপন। কণ্ঠ-লগ্ন বাহু-লতা, এ হবে মরম-ব্যথা – হেরিলে কনক-লতার মধুর কম্পন। এ আঁখি সরমে নত, জাগাবে যাতন। কত। হেরিলে হরিণী-বালার তরল লোচন। এ আদর, কথা-আধ, ঘুচাবে সকল সাধ — শুনিলে কমল-বনে অলির গুঞ্জন। সমাজ-ভয়ে। কথা কওয়ে৷ ন রে আর। অপমানে আঁখি তুলে চাওয়া হবে ভার। স্বধু—চেয়ে যাও চ’লে। অশ্রু থাক আঁখি-কোলে। অধরে মলিন হাসি, প্রাণে হাহাকার