পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৪৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিবিধ: কৰিত ও গান না জানি মধুর কত, সে হৃদি-বাসনা যত। দরশে বদন নত, নয়নে বারি॥ পূর্ণিমায় ফুলবনে দাড়ায়ে বিহবল মনে, ভুলিয়ে গিয়েছি প্রেম-পুজ। তাহারি। যেবা চাহে ভালবাসা, পুরুক তাহার আশা, আমি যেন আঁখি ভরে হেরিতে পারি। ( ‘অর্চনা’, यtघ >७२० ) [ ৮৪ পৃষ্ঠায় ৩ সংখ্যক গানটি দ্রষ্টব্য।—সম্পাদক ] গান > ফুলে গানে প্রেমে আমি জড়ায়ে জড়ায়ে দিম মোর হৃদয় ছড়ায়ে; আহা, এ কবিতা সম হ’তে যদি প্রিয়। মম | তাহার হৃদয়খানি ভাঙ্গিয়t-গড়িয়। লইতাম আপন করিয়া। SR বৃথা গাথি বনফুল—তুমি কত দূরে, ন জানি কাহার অন্তঃপুরে। নিশীথে পাপিয়া-তানে এ গান কি পশে কাণে? এ প্রেম কি জাগে প্রাণে—কোন পূর্ণিমায় হেরি’ জ্যো’স্ন। শুষ্ক আঙ্গিনায়?