পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৫০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

qగు অক্ষয়কুমার বড়াল-গ্রন্থাবলী শোণিত করিয়া জল কার তরে খাটি বল? কার ধনে কারা সাধে যে খেয়াল যার? পুরুষের ধর্ম্ম-কর্ম্ম, নারীর সতীত্ব-বর্ম্ম ভাঙ্গিছে লুটিছে কারা? শুন হাহাকার। সদা শাখামৃগ হ’য়ে পড়িতেছি জমি ল’য়ে, সভা চাঙ্গা লেখালিখি কি করিল কার? ২। ( মালকোষ ) থাম, থাম, একবার, থাম কোলাহল। রাখিতে পারি না আর নয়নের জল। আছিল যাদের বশ অক্ষৌহিণী চতুর্দশ, ভুরু-ভঙ্গে আজি তার লুটায় ভূতল। বর্ষে ছিল প্রেম-ধার। বানরে পশুরে যারা, ভায়ে বুকে নিতে তার তোলে আজি ছল। হেলায় যাদের ছেলে বেড়াত জগতে খেলে, পথে ঘাটে তারা আজ ভয়েতে বিহবল ৷ রাখিতে আপন মান, নারী যেথা দিত প্রাণ এখন পারে ন৷ সেথ। পুরুষ সবল। প্রতি দিন অপমানে, অপমানে সুখ-ভানে বাচিতে হয় কি ব’লে, এই বঁাচ বল?