পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৫১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>>0 অক্ষয়কুমার বড়াল-গ্রন্থাবলী ১২ বন্ধুত্ব বুঝি বা হয় শেষ। এবে মুখপানে তার চাহিতে পারি না আর, ঠারে-ঠোরে দেয় উপদেশ। বন্ধুত্ব বুঝি বা হয় শেষ। ১৩ কারে বলি, এ রহস্য-গাথা? মরমে মরমে বিষ জ্বলিতেছে অৰ্হনিশ, ভেবে ভেবে ঘুরে গেল মাথা। কারে বলি, এ রহস্য-গাথা। S8 এ কি জিত, না এ মোর হারি? পিরীতি ছাড়াতে গিয়ে পড়েছি পিরীতি নিয়ে, কারো কাছে খুলিতে না পারি। এ কি জিত, না এ মোর হারি? S& নলিনী এখন মোর হাতে। কাদে রাত-দিন ধ’রে, চোর মত পায়ে পড়ে; শিশু মত, ফিরে সাথে সাথে। মলিনী এখন মোর হাতে। و! دا বুঝি না এ কি রহস্ত ঘোর। हिल भऊ मधूकब्र যে ফুলে করিয়া ভর, কোথা উড়ে গেল স্পর্শে মোর। বুঝি না এ কি রহস্ত ঘোর।