পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৫২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিবিধ: কবিতা ও গান ১২১ বঁাধিলি মুখের ঘর শাস্তিময় গগু-গ্রামে, কোলেতে বসালি শিশু, রূপসী বসালি বামে। ছ’ দিন না যেতে যেতে, শিবা-রব স্বর্ণ-ক্ষেতে। পথিক সে পথে আর ভয়েতে চলে না যামে। ર কত মুখ, কত আঁখি, কত কথা, কত গান, কত রূপ, কত স্নেহ, কত প্রেম, অভিমান, কত অশ্রু, কত শ্বাস, কত হাসি, কত ত্রাস, কত সাধ, অবসাদ আসে ধীরে হৃদি-তীরে;– —ন-ফেলিতে আঁখি-পাত, কোথা হ’য়ে যায় গাথা। শত কথা, শত ব্যথা, শত শ্বাসে নাহি ফিরে। জীবনের পলে পলে, এত তার দলে দলে, কেন ফোটে, কেন ডোবে?—যদি কোন অর্থ নাই। এ শূন্ত হৃদয়-পানে চেয়ে চেয়ে ভাবি তাই। 25-10-87 [ ২৫এ অক্টোবর, ১৮৮৭ ] বুঝা বুঝিতে পারি না তারে, তার ব্যবহারে। দেখা হ’লে মনে হয় বুঝিব এবারে। দেখিলে এ আঁখি-স্থির, হেসে গড়াগড়ি; তাহারে বুঝিতে গিয়ে বুঝাইয়া মরি। 2-88 [ ফেব্রুয়ারি, ১৮৮৮ ] مهد سـ) fafa