পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৫৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৮ অক্ষয়কুমার বড়াল-গ্রন্থাবলী হৃদয়ে স্বদয়ে বঁধি, তুমি কাদ", আমি কাদি, বঁধে আরো কাদ’ | বাধ’ আরো বাধ’। গান দেশ,—খেমটা। প্রেম ঘোচে না কোনকালে। তাপে নদী শুখায় বটে, আবার নাচে বর্ষাতালে। একবার প্রেম যে ক’রেছে চিরতরে সে ম’রেছে, যে বলে প্রেম ভুলে আছি, সে ভুলতে চায় কথার জালে। আশথ-শিকড় একবাব গজালে, ছাড়বে না আর জলে ঝড়ে প’ড়বে নিয়ে দেয়ালে। মন উসখুসিয়ে অধীরে আনবে টেনে বাহিরে যতই প্রেম দাও না চাপা সংসারের ছাই জঞ্জালে। 22/10/90 [ ২২ অক্টোবর, ১৮৯• ] অগ্রসর আর না, এসো না কাছে, থাক ওইখানে, দৃষ্টিতেই কাল-শিঙ্গা বেজেছে পরাণে। চক্র সম ঘুরিতেছে আকাশ অবনী, ঠিকরি পাতালে বুঝি পড়িব এখনি— ধর কর ধর চাপি শ্বাস হ’লে বন্ধ,— হাহা নরকের অগ্নি, না সে ব্রহ্মানন্দ। Feby 92 [ ফেব্রুয়ারি, ১৮৯২ ]