পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৫৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

9®९ অক্ষয়কুমার বড়াল-গ্রস্থাবলী বুৰিয়াছি আমি যাহা, তর্কে কি বুঝাব তাহ, প্রকৃতির জড়পিণ্ড তুমি, বুঝাইয়া কি দিব তোমারে? জীবন নহে ত সমভূমি, দেখিয়া লইবে একেবারে। ['প্রদীপ, পৃ. ৬ “তর্কে” স্রষ্টব্য।—সম্পাদক ] দেখ সত্যই কি রূপবান আমি? দেখ, আহ, দেখ—দেখ তবে। দাড়াইয়া র’হেছি কেমন, সৌন্দর্য্যের বিনীত গরবে। কি ভঙ্গিমা—কি ছলনা মরি, কিবা অন্তমনা সৌম্য-ভান। গতি-হীন, মতি-হীন, স্থির, शनि-शैन भूत्वङि->ांबां१। দেখ–দেখ এ তাচ্ছল্য-মাঝে, কি আগ্রহ কিবা প্রাণপণ মতি-হীনে মনে কি ঘর্ম্মতি, দেখাইতে কি দেখা ভীষণ। 12.5.92 [ ১২ মে ১৮৯২ ] উপহার সেই বিন্ধ্যগিরি-কোলে তমসার কুলে সেই নবঘনচ্ছায়া দেবদারু-মূলে সেই শুভ্র বেদি পর— বসি তুমি, ঋবিবর, যুক্ত করে মুদ্ধনেত্রে ত্রিসংসার ভুলে।