পাতা:বিশ্বকোষ প্রথম খণ্ড.djvu/২৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অনধিকারপ্রবেশ কারকাদির পরম্পর ঠিক অস্বয় থাকে এরূপ গুণ। ** বিভ্ৰমাদিব্যিক্ততা-ভ্রমশূন্তত । २१ क्लेिखङ्गङ्खभ्भग्राझेि क्लिज्जद्रघ्ननांगूठ ७५ दां कभ९कांग्नकांब्रिष। २४ অদ্ভুতত্বম-কৌতুকোৎপাদক গুণ। ২৯ অনতিবিলস্থিতা—অধিক বিলম্বে অর্থবোধ না হওয়া গুণ ॥ ৩০ অনেকজাতিবৈচিত্র্যম্—নানা প্রকার অর্থের বা অলস্কারের বা ছনোর বিচিত্ৰতা । ৩১ আরোপিতবিশেষতা— এক বস্তুতে অন্ত বস্তুর ধৰ্ম্মের আরোপ গুণ ॥৩২ সত্বপ্রধানতা—সত্বগুণের প্রাধান্ত প্রকাশিত ৷ ৩৩ বর্ণপদবাক্যবিবিক্রতা—বর্ণে বর্ণে, পদে পদে এবং বাক্যে বাক্যে পরস্পর ভেদের জন্ত বিচ্ছেদরক্ষা । ৩৪ অবুখিতিঃ– বিরোধ রাহিত্য। ৩৫ অথেদিত্বমূ—খেদশূন্ততা অর্থাৎ কষ্টে অর্থ না হওয়া । পুস্তকবিশেষে কয়েকট বাগগুণের পাঠান্তর আছে। যথা—শিষ্টত্বম ইহার স্থানে শ্লিষ্টত্বম অর্থাৎ শ্লেষগুণ । অমৰ্ম্মবোধিতেীদাৰ্য্যম্স্থানে অমৰ্ম্মবেধিতেীদাৰ্য্যম্ অর্থাৎ কষ্টশূন্তত । অনদ্ধ। ( অব্য ) ন অস্ক । অনিশ্চিত। অযথার্থ। তত্ত্বেত্বদ্ধাঞ্জসাদ্বয়মিত্যমর । ৫ ত্রি ) নহ-ক্ত নঞ তৎ । प्ञ श्रृंत्रिद्छ् । অনদ্ধাপুরুষ (পুং ) ন অদ্ধা স্বকাৰ্য্যে নিশ্চয়ে যস্ত তাদৃশঃ পুরুষঃ। যে ব্যক্তি দেবপিতৃ কার্য্যে বিমুখ। অনদ্য (পুং ) ন অদ্যঃ ভক্ষ্যঃ অপ্রাশস্ত্যে নঞ তৎ। গোয়সর্ষপ । (ত্রি) অভক্ষ্য। অনদ্যতন (পুং ) নঞ তৎ। অদ্যতন ভিন্ন, ভূত ও ভবি ষ্যৎ কাল। [ অদ্যতন দেখ । অনধিকার (পুং ) নঞ তৎ। অধিকারের অভাব, সত্বাভাব। বৃহত্রী যাহার অধিকার নাই। অধিকার শূন্ত । অনধিকারচর্চা (স্ত্রী) ৬-তৎ। যাহার যে বিষয়ে অধি কার নাই তাহার সে বিষয়ে হস্তক্ষেপ । waffaerot (Criminal trespass) ইংরাজি ১৮৬০ সালের ৪৫ আইনের (যাহাকে পেনাকোড় কহে) ৪৪১ ধারা। কোন ব্যক্তি অপরাধ করিবার ইচ্ছায় অন্সের বাটতে কিম্বা অস্ত কোন অধিখায়ের ভিত্তর প্রবেশ করিলে, অনধিকার প্রবেশ হয়।

  • कङ्गिटन औहै जणब्राश् शेवें नं। उब्बछ4हे बोक्रांद्र नभ-|

? [ ২১৯ ] অনধ্যায় (পুং)ৰ অধ্যারেংধ্যয়নমভাবার্ধে মঞ্চগু। जमशेष ভাবে এ কথার কোন অর্থ নাই ; কিন্তু উহার ইংরাজি শব্দ ‘ক্রিমিনাল দেখিয়া ইহার ঠিক তাৎপৰ্য্য বুঝিতে পারা যাইতেছে । - কোন সম্পত্তির মধ্যে বিশেষ কোন নিয়ম প্রচলিত থাকিলে কোন ব্যক্তি যদি তাহা লঙ্ঘন করিয়া সেই সম্পত্তির ভিতর প্রবেশ করে, তাহা হইলে এমন স্থলে কুরভিসন্ধি না থাকিলেও অনধিকার প্রবেশের অপরাধ হইবে। যেমন কলের গাড়ীর রাস্ত বেড়া দিয়া ঘের আছে। পাছে ইট, পাথর, লোহা কাঠ চুরি যায়, সে জন্য পথে বেড়া দেওয়া হয় নাই। লোক যাতায়াত করিলে গাড়ী চুটাছুটি কয়িবার সময় অনেকের প্রাণ নষ্ট হইতে পারে, তাই রেলওয়ের পথ ফিরিয়া রাখা হইয়াছে। পাছে কেহ বেড়া ডিঙ্গিয়া যাতায়াত করে, তজন্ত রেল-ওয়ে কোম্পানির নিষেধবিধি আছে । কাজেই কোন ব্যক্তি যদি ঐ নিয়ম লঙ্ঘন করিয়। রাস্তার উপর দিয়া গতিবিধি করেন, তবে তিনি অনধি. কার প্রবেশ দোষে অপরাধী হইবেন। মানুষের গৃহে, তাম্বুতে, নৌকাদিতে অর্থাৎ যে কোন স্থানে মনুষ্য বাস করে এযং যেখানে মনুষ্যের কোন প্রকার সম্পত্তি থাকে, তেমন স্থলে দুরভিসন্ধি সাধনের জন্য প্রবেশ করিলে অনধিকার প্রবেশ নিমিত্ত্ব অপরাধ হইয় থাকে। অনধিকার প্রবেশের অপরাধ বিবেচনা করিয়া তিন মাস পর্যন্ত কয়েদ ষ্টিৰ ৫. পাচ শত টাকা জরিমানা অথবা এই উভয় দণ্ড হইতে পারে । অনধিকারিন (ত্রি) নঞ তৎ। অধিকারী ভিন্ন। উত্তর ধিকার করিবার অধোগ্য । অনধিকৃত (ত্রি) নঞ তৎ। যাহার অধিকার করা হয় নাই। অনধিগত (ত্রি) নঞ তৎ। অজ্ঞাত। অপ্রাপ্ত। অনধিষ্ঠিত (ত্রি) অনবস্থিত। অনাবিভূত। অনধীন (ত্রি) স্বাধীন। পরবশ নছে। w." অনধ্যক্ষ (ত্রি) অপ্রত্যক্ষ । অধ্যগাভিয় । বহুস্ত্রী-অধ্যক্ষ শূন্ত । অধ্যয়নাস্তাব । ন জীৱতেংশ্বিন কাগজ प५। अथाब्रश्नङ्ग मिक्कि कॉल