পাতা:বিশ্বকোষ প্রথম খণ্ড.djvu/৬২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবন্তিপুর [ ৫৯৮ ] অবপদ অবস্তীসংজ্ঞকোদেশে কালিকা তত্র তিষ্ঠতি। কালিদাসের মেঘদূতে মহাকালের বিবরণ দেখা যায়,—‘পুণ্যং যায়ান্ত্রিভূবনগুরোধাম চওঁীশ্বরস্ত’ । ‘অপ্যস্মিন জলধর মহাকালমাসাদ্য’ ইত্যাদি । অবস্তী নগরী, মহারাজ বিক্রমাদিত্যের রাজধানী। পূৰ্ব্বকালে ইহা ত্রসৌন্দর্ঘ্যের এবং বিদ্যার নিমিত্ত বিশেষ প্রসিদ্ধ ছিল। রামকৃষ্ণ, অবন্তী নগরীর সান্দীপনি আচার্য্যের নিকটে অস্ত্র শিক্ষা করিতে গিয়াছিলেন । ( ততঃ সান্দীপনিং কাশুমবস্তীপুরবাসিনম । অস্ত্রার্থং জগত্যুবীরে বলদেবজনাৰ্দ্দনেী। বিষ্ণু পু• । ২১। ১৯)। কিন্তু এইট কোন অবন্তী তাহ নিশ্চিত করিয়া বলা যায় না । অবৰ্ত্তীর বর্তমান নাম উজিন্‌। ইহা উজ্জয়িনী শব্দের অপভ্রংশ। এই নগরী এখন সিন্ধিয়ার অধিকারভূক্ত। ইহার পরিধি প্রায় তিন ক্রোশ। এই নগরীর চতুৰ্দ্ধিক প্রাচীরে বেষ্টিত, মধ্যে মধ্যে উচ্চ গোল গুম্বজ আছে । ইহার মধ্যে প্রায় চারিট মসিদ, অনেক গুলি হিন্দুদেব মন্দির এবং একটা আধুনিক রাজ অট্টালিকা দেখিতে পাওয়া যায়। ৭৫° ৫৬' পূৰ্ব্ব দ্রাঘিমায় এবং ২৩ ২৬ উত্তর অক্ষরেখায় অবন্তী অবস্থিত। আমাদের দেশের ভূবেত্তারা বলেন, লঙ্কা হইতে স্বমেরু পৰ্ব্বত পৰ্য্যন্ত রেখা টানিলে তাহ হইতে ১৬ অংশ দূরে অবস্তীর স্থান নিদিষ্ট হয়। কিন্তু তাহ হইলে উপরের গণনানুসারে ৬ অংশের অধিক দূরবর্তী হর না। অবস্তী নদী—ইহার অপর নাম শিপ্রা। অনেকে অনুমান করেন যে, মালব দেশে পূৰ্ব্বে দুইটা অবর্তী নদী ছিল। ইহার একটী পারিযাত্ৰ পৰ্ব্বত হইতে উৎপন্ন হইয়াছে। শিপ্রা নদী, চম্বল নদের সঙ্গে মিশিয়াছে। অপর অবন্তী নদী, সাগরমতীর একটা শাখা। অবন্তিকা ( স্ত্রী ) উজ্জয়িনী নগরী। স্কন্দপুরাণে অবস্তিকা নগরীকে মোক্ষদারিকা বলিয়া লিখিত হইয়াছে। অযোধ্যা মথুরা মায়া কাশী কাঞ্চ অবস্তিক। পুরী দ্বারাবতী চৈব সপ্তৈতা মোক্ষদায়িকাঃ ॥ অবস্তিদেশের ভাসাকেও অবস্তিক কহে । আলকারিকের ব্যবস্থা করিয়াছেন যে, নাটকাদিতে ধূৰ্ত্তদের অবস্তিক ভাষা হওয়া কৰ্ত্তব্য। (প্রাচ্য বিদ্যুকাদীনাং ধূৰ্ত্তানাং স্তাদবস্তিক। সাহিত্য দ• ৬ পরিচ্ছেদ ) । - অবন্তিপুর। অবন্তীপুর (ক্লী) অবস্তি অবস্তী বা পুঃ। (ঋকৃপুরবধু পথামানক্ষে। পা ৫ ৪ ৭৪) ইতি অকারান্ত অচ সমাস। অবন্তী নগরী। উজ্জয়িনী। কৰ্ম্মীরের রাজা অবস্তিবৰ্ম্ম বিশ্বেীকঃসার নামক স্থানে অবস্তিপুর নামে একটা পুরী স্থাপিত করিয়াছিলেন। ঐ পুরীতে তিনি, অবস্তিস্বামী এবং অবস্ত্রীশ্বর নামে দুইটী মহাদেবমূৰ্ত্তি প্রতিষ্ঠিত করেন। প্রাচীন অবস্তিপুর, বেহাত নদের দক্ষিণকুলে অবস্থিত। এখন আর সে নগরী নাই, কেবল সামান্ত একটা পল্লীকে লোকে ‘ওয়াস্তিপুর’ বলে। কিন্তু ঐ দুইটা মন্দিরের এবং নগরের চতুদিকের প্রাচীরের ভগ্নাবশেষ আজও দেখিতে পাওয়া যায় । অবন্তিবৰ্ম্ম (পুং) কৰ্ম্মীরের জনৈক নৃপতি । তিনি সুখবৰ্ম্মার পুত্র। তদানীন্তন মন্ত্রী শূর, উৎপলাপীড় রাজাকে রাজ্যচু্যত করিয়া অবস্তিবৰ্ম্মাকে রাজ্যে অভিষিক্ত করিয়াছিলেন। তিনি, ৮৫৫ খৃঃ অব্দে রাজা হইয়া ২৮ বৎসর রাজত্ব করিয়াছিলেন। অবস্তিত্ৰহ্ম। অবস্তীব্রহ্ম (পুং) অবস্তিযু অবন্তীয়ু বা ব্ৰহ্ম টজন্ত ৭-তৎ। অবস্তী দেশবাসী ব্রাহ্মণ । * । ব্ৰহ্ম ণে জনপদাখ্যায়াম। প ৫ । ৪ । ১০৪। জনপদজগত অর্থে ব্রহ্মণ শব্যের উত্তর টচ প্রত্যর হয়। অবস্তিসোম। অবন্তীসোম ( ক্লী) অবস্তিযু অবন্তীয়ু বা জাতঃ সোম ইব। কাঞ্জিক। কাজী। আরনালক। সেীবীর। কস্মাস। অভিযুত। ধন্তান্ন। কুঞ্জলা । আরনালক সোঁবীর কুলাসাভিযুতানি চ। অবস্তিসোমধন্তান্নকুঞ্জলানি চ কাঞ্জিকে। অমর )। অবপন্ন (ত্রি) অব-পদ-ক্ত। সংস্থষ্ট । সহপঙ্ক। অবপাক (পুং ) অব অপকর্ষে পচ-ঘঞ । অপকৃষ্টপাক । কৰ্ম্মণি ঘঞ । অপকৃষ্টপঙ্ক বস্তু। (ত্রি ) অপকৃষ্টঃ পাকে। যস্ত। বহুত্রী । যে মন পাক করে। অবপাত (পুং) অব-পত-ভাবে ঘঞ, অধঃপতন। অবপত-শিচ-অচ । অধঃপাতন । পাড়া। নামান। অব পততি অন্মিন। আধারে ঘএ হস্তী ধরিবার জন্য বড় গৰ্ত্ত । অবপাত্র (ত্রি ) অব ভোজনেন নিকৃষ্টত্বাৎ ত্যাজ্যং পাত্ৰং যস্ত। বহুব্রী। পতিত কিম্বা ম্লেচ্ছজাতির লোক। যে ব্যক্তি ভোজন করিলে পাত্র অপবিত্র হয় । অবপাত্রিত (ত্রি) অব-পাত্র-কৃত্যৰ্থে শিচ-ক্ত ইট-ণিচ, লোপঃ । অপাংক্তেয় । জ্ঞাতির যাহাকে পংক্তি ভোজনাদিতে পরিত্যাগ করিয়াছেন। অবপাদ (পুং ) অব-পদ-ঘঞ। অধঃপতন । নীচে পড়া।