উইকিসংকলন:প্রধান পাতা

উইকিসংকলন থেকে
Bodhisattwa (আলোচনা | অবদান) কর্তৃক ২০:০১, ২৭ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে সংশোধিত সংস্করণ

উইকিসংকলনে আপনাকে স্বাগত।
এটি একটি মুক্ত অনলাইন গ্রন্থাগার, যা আপনিও সমৃদ্ধ করতে পারেন।
এখানে বর্তমানে ১০,০৯৪টি উৎস ডিজিটাল ফাইল ও ১৬,৪৭৭টি ইউনিকোড রচনার ওপর ৩৬ জন সক্রিয় স্বেচ্ছাসেবক কাজ করছেন।
এই গ্রন্থাগার ১০ আগস্ট ২০০৭ তারিখ থেকে যাত্রা শুরু করে।
ফেসবুকে আমাদের পাতা পছন্দ করুন টুইটারে আমাদের অনুসরণ করুন টেলিগ্রামে আমাদের অনুসরণ করুন
নির্বাচিত লেখা
নির্বাচিত লেখা
এই নির্বাচিত বইটির Mobi ফাইল ডাউনলোড করুন। এই নির্বাচিত বইটির EPUB ফাইল ডাউনলোড করুন। এই নির্বাচিত বইটির ODT ফাইল ডাউনলোড করুন। এই নির্বাচিত বইটির PDF ফাইল ডাউনলোড করুন।

বুড়ো আংলা প্রখ্যাত সাহিত্যিক অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত শিশুতোষ গল্পগ্রন্থ। নোবেল পুরস্কারজয়ী সুইডিশ লেখিকা সেলমা ল্যাগেরলফ দ্বারা ১৯০৬ খ্রিস্টাব্দে রচিত নিলস হোল্গেরসন্স আন্ডারবারা রেসা জিনোম স্বেরিজ নামক শিশুতোষ গল্পগ্রন্থটি থেকে অনুপ্রেরণা লাভ করে অবনীন্দ্রনাথ এই গ্রন্থটি রচনা করেন। ১৩২৭-২৮ বঙ্গাব্দে মৌচাক নামক পত্রিকায় বুড়ো আংলা ধারাবাহিকভাবে প্রকাশিত হয়, যা ১৩৪৮ বঙ্গাব্দের শ্রাবণ মাসে গ্রন্থাকারে প্রকাশিত হয়। সুইডেন থেকে অবনীন্দ্রনাথের বান্ধবী শ্ৰীমতী আঁদ্রে কাপেলে বড়দিনের সময় ল্যাগেরলফ রচিত এই গল্পের মূল চরিত্র নিলস ও তার হাঁসের খড় নির্মিত পুতুল কিনে অবনীন্দ্রনাথকে পাঠিয়ে দেন। সেই পুতুল দেখে অবনীন্দ্রনাথ এই গ্রন্থের প্রচ্ছদ অঙ্কন করেন। নন্দলাল বসু এই গ্রন্থের বাকি চিত্র অঙ্কন করেন। দুষ্ট ছেলে রিদয় কিভাবে গণেশ দ্বারা অভিশপ্ত হয়ে বৃদ্ধাঙ্গুষ্ঠ পরিমাণ উচ্চ যক্ষে পরিণত হয়ে শাপমোচনের উদ্দেশ্যে একদল হাঁসের সঙ্গে তিব্বতের উদ্দেশ্যে যাত্রা করে, সেই রোমাঞ্চকর কল্পকাহিনী এই গ্রন্থের মূল উপজীব্য।

রিদয় বলে ছেলেটা নামেই হৃদয়, দয়ামায়া একটুও ছিল না। পাখির বাসায় ইঁদুর, গরুর গোয়ালে বোলতা, ইঁদুরের গর্তে জল, বোলতার বাসায় ছুঁচোবাজি, কাকের ছানা ধরে তার নাকে তার দিয়ে নথ পরিয়ে দেওয়া, কুকুর-ছানা বেরাল-ছানার ল্যাজে কাঁকড়া ধরিয়ে দেওয়া, ঘুমন্ত গুরুমহাশয়ের টিকিতে বিচুটি লাগিয়ে আসা, বাবার চাদরে চোরকাঁটা বিঁধিয়ে রাখা, মায়ের ভাঁড়ার-ঘরে আমসির হাঁড়িতে আরশোলা ভরে দেওয়া—এমনি নানা উৎপাতে সে মানুষ। পশুপাখি, কীটপতঙ্গ, সবাইকে এমন জ্বালাতন করেছিল যে কেউ তাকে দু’চক্ষে দেখতে পারত না। রিদয়ের মা-বাপ ছিল আমতলি গাঁয়ের প্রজা। দুজনেই বুড়ো হয়েছে। রিদয় তাদের এক ছেলে, বয়স হল প্রায় বারো বছর; অথচ ছেলেটা না শিখলে লেখাপড়া, না শিখলে চাষবাসের কাজ; কেবল নষ্টামি করেই বেড়াতে লাগল। শেষে এমন হল যে তার বাপ-মা বাইরে হাটে-মাঠে যাবার সময় রিদয়কে ঘরে তালা বন্ধ কয়েদ করে রেখে যেত।
(বাকি অংশ পড়ুন..., অন্যান্য নির্বাচিত লেখা খুঁজুন)


নতুন লেখা
নতুন লেখা
উইকিসংকলন অন্বেষণ
উইকিসংকলন অন্বেষণ
সাম্প্রতিক বৈধকরণ
সাম্প্রতিক বৈধকরণ
মুদ্রণ সংশোধনের পরিসংখ্যান‎
মুদ্রণ সংশোধনের পরিসংখ্যান‎
  • স্ক্যান পরিসংখ্যান
    • সম্পূর্ণ মুদ্রণ সংশোধন করা হয়েছে = ৪৫৬টি বই
    • সম্পূর্ণ বৈধকরণ করা হয়েছে = ৮১টি বই
    • মোট বইয়ের সংখ্যা = ১০,০৯৪টি
    • মোট স্ক্যান পাতার সংখ্যা = ৬,৮৬,৪৭১টি
    • পরিভুক্তি সংখ্যা = ১৬,৪৭৭টি পাতা (১০০.০০%)

মুদ্রণ সংশোধনের পরিসংখ্যান‎
সহপ্রকল্প