বিষয়বস্তুতে চলুন

অঙ্গুষ্ঠ/ছাপ

উইকিসংকলন থেকে

ছাপ

যে আলো যায় না দেখা,
অথচ যা তোলে ফটোগ্রাফ,
তোমার হৃদয় থেকে
এ হৃদয়ে তুলে নিল ছাপ।