বিষয়বস্তুতে চলুন

অঙ্গুষ্ঠ/হানা

উইকিসংকলন থেকে

হানা

ক্লান্তিবিহীন আকাশের বুকে
আমার দুখানি ডানা,
শুধুই অন্ধ আশায় কী সুখে
অবিরাম দেয় হানা।