অনুবাদ কবিতা/গানগুলি মোর বিষে ঢালা
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
গানগুলি মোর বিষে ঢালা
কী হবে আর তাহা বই ?
ফুটন্ত এ প্রাণের মাঝে
বিষ ঢেলেছে বিষময়ী!
গানগুলি মোর বিষেঢালা ,
কী হবে আর তাহা বই ?
বুকের মধ্যে সর্প আছে ,
তুমিও সেথা আছে অয়ি!
Heinrich Hein
অনুবাদকবিতা