অন্তর্যামী/১৭

উইকিসংকলন থেকে

(১৭)

পথ খানি লাগি প্রাণ ইতি উতি চায়!—
পথের না দেখা পেয়ে কাঁদে উভরায়!
কোথা পথ কোথা পথ কোথা পথ খানি
সে পথ বিহনে যেগো সব মিছা মানি!
এ দিকে ও দিকে চাই চকিত পরাণে,
পাগলের মত ধাই পথের সন্ধানে!
এই পথ দেখি ভাবি পেয়েছি পেয়েছি!
এ পথ সে পথ নয়!—এ পথ এসেছি!
নিশ্বাস ফেলিয়া বলি, কত দূর জানি,
এই প্রাণ প্রান্ত হতে সেই পথ খানি!