অন্তর্যামী/২৬
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
(২৬)
শুভ লগ্নে আজ তবে, যাত্রা করিলাম!
মনো-পথের পথিক্ হ’য়ে, পথে ভাসিলাম!
আঁধার পথ আলো ক’রে
দিও তুমি সোহাগ ভরে
পরাণ ভ’রে পরশ দিও, পরাণ বঁধু হে!—
প্রাণারাম! প্রাণারাম! প্রাণ-বল্লভ হে!