অন্তর্যামী/৩

উইকিসংকলন থেকে

(৩)

ঘুরিতে ঘুরিতে আজ জীবনের অন্ধকারে
সম্মুখে সকলি বন্ধ, দুই পথ দুই ধারে!
কোন পথে যাব আজ ভেবে ভেবে নাহি পাই।
কে দেখাবে আলো মোরে? কেহ নাই! কেহ নাই!

কিছু নাই কিছু নাই পরাণের চারি পাশে!
আঁধার নয়নে আরো আঁধার ঘনায়ে আসে!

হে মোর বিজন বঁধু, হে আমার অন্তর্যামী!
কতদিন কতবার আভাস পেয়েছি আমি!
আজ কি বঞ্চিত হব, ফেলে যাবে একেবারে?
এ মহা বিজন রাত্রে এই ঘোর অন্ধকারে?
হা হা! হা হা! করি উঠে পরিচিত হাস্যরব!
কোথা তুমি কোথা তুমি এযে অন্ধকার সব!
যেখানেই থাক নাথ! আছ তুমি আছ তুমি!
সকল পরাণ মোর তোমার চরণ ভূমি।
ভাবনা ছাড়িনু তবে; এই দাঁড়াইনু আমি!—
যে পথে লইতে চাও ল’য়ে যাও অন্তর্যামী।