বিষয়বস্তুতে চলুন

অমৃত/অদৃষ্টের পরিহাস

উইকিসংকলন থেকে

২১
অদৃষ্টের পরিহাস


দীন, বৃদ্ধ, পঙ্গু এক ভিক্ষা করি’ খায়,
এক দিন বিধাতার কাছে অশ্ব চায়।
দৈবযোগে এক পান্থ যান সেই পথে,
রুগ্ন অশ্বশিশু ল’য়ে পড়েন বিপদে;


  যুক্তি করি’ সাবধানে বাঁধি ল’য়ে তারে,
  তুলে দেন বাহক পঙ্গুর পিঠে-ঘাড়ে।
  পঙ্গু বলে, “বিধি মোরে দিল বটে ঘোড়া,
  উল্টা করিয়া দিল, কপাল যে পোড়া!”
    ____


উপদেশ—নিজের অভাব নিজের চেষ্টায় দূর করিতে পারিলেই

ভাল, না পারিলে নিজের অবস্থায় সস্তুষ্ট থাকাই বরং উচিত, তবু ভগবানের
কাছে বর চাওয়া ভাল নয়।