অমৃত/অসারতা
অবয়ব
< অমৃত
(পৃ. ৭)
৭
অসারতা
আঘাত করিলে কাংস্যে যত শব্দ হয়,
স্বর্ণে তার শতাংশের একাংশও নয়;
প্রচুর পল্লব-পত্র যে বৃক্ষে জনমে,
বিধির বিধানে তার ফল যায় ক’মে;
মেদ, মাংস বেড়ে যার দেহ স্থূল হয়,
শ্রমসাধ্য কর্ম্মে তার ধ্রুব পরাজয়।
বাহিরে দেখিবে যার বৃথা আড়ম্বর,
অন্তঃসার-শূন্য সেই গুণহীন নর।
____
- উপদেশ—বাহিরে বেশী জাঁকজমক ও আড়ম্বব থাকিলে ভিতর
ফাঁকা হয়; আর যাহাদেব ভিতরে খাঁটি জিনিষ থাকে, তাহারা বাহিরে
আড়ম্বব দেখায় না।