বিষয়বস্তুতে চলুন

অমৃত/উচ্চ-নীচ

উইকিসংকলন থেকে
২৭
উচ্চ-নীচ


উড়িয়া মেঘের দেশে চিল কহে ডাকি',
“কি কর, চাতক ভায়া, ধূলি মাঝে থাকি!
কোথায় উঠেছি, চেয়ে দেখ একবার,
এখানে উঠিতে পার সাধ্য কি তোমার?


  চাতক কহিছে, “তবু নীচ দৃষ্টি তব;
  সদা ভাব ‘কার কিবা ছোঁ মারিয়া লব’।
  মেঘবারি ভিন্ন অন্য জল নাহি খাই,
  তাই আমি নীচে থেকে উর্দ্ধমুখে চাই।”
    ____


উপদেশ—যাহার মন বা হৃদয় উচ্চ বা মহৎ সেই বড়, আর যাহার

ছোট মন-নীচ মন, সেই ছোটলোক।