অমৃত/উপযুক্ত কাল

উইকিসংকলন থেকে

৪২
উপযুক্ত কাল


শৈশবে সদুপদেশ যাহার না রোচে,
জীবনে তাহার কভু মূর্খতা না ঘোচে।
চৈত্র মাসে চাষ দিয়া না বোনে বৈশাখে,
কবে সেই হৈমস্তিক ধান্য পেয়ে থাকে?


  সময় ছাড়িয়া দিয়া করে পণ্ডশ্রম,
  ফল চাহে,- সে ও অতি নির্ব্বোধ, অধম।
  খেয়া-তরী চ’লে গেলে বসে এসে তীরে,
  কিসে পার হবে, তরী না আসিলে ফিরে?
    ____


উপদেশ—ঠিক সময়ে যে কাজটি করা উচিত, সেই সময়ে তাহা ন৷

করিলে অনেক ক্ষতি হয়।