বিষয়বস্তুতে চলুন

অমৃত/কথার মূল্য

উইকিসংকলন থেকে
৩৬
কথার মূল্য


নিতান্ত দরিদ্র এক চাষীর নন্দন
উত্তরাধিকার-স্বত্বে পায় বহু ধন;
সে সংবাদ নিয়ে এল ব্যবহারজীবী,
বলে, “চাষী, এত পেলি, আমারে কি দিবি?”


  চাষী বলে, “অর্দ্ধভাগ দিব সুনিশ্চয়।”
গণনায় অর্দ্ধ অংশে লক্ষ মুদ্রা হয়।
সবে বলে, “কি দলিল? কেন দিতে যাস্‌?”
চাষী বলে, “কথা দিয়ে ফেলিয়াছি,—ব্যস্!”
    ____


উপদেশ—একবার কথা দিলে সে কথা আর ফেরানো ভাল নয়,

অর্থাৎ একবার যাহা করিবে বা দিবে বলিয়াছ, তাহা না করা বা না
দেওয়া বড় দোষ।