অমৃত/করুণাময়
অবয়ব
< অমৃত
(পৃ. ৪৮--)
৪৮
করুণাময়
সংসারের দুঃখ, ব্যথা, বিপদের পাশে
কাহার আদেশে স্থখ-শান্তি পরকাশে?
তীরে তপ্ত বালি—যন প্রচণ্ড অনল,
পাশে বহাইল কেবা প্রবাত শীতল?
সিন্ধু-মাঝে দিক্হারা নাবিকের তরে
কে রেখেছে ধ্রুবতারা বসায়ে উত্তরে?
ভূমিষ্ঠ হ’বার আগে স্তন্যপ সন্তান,
কে করেছে মাতৃস্তনে ছুগ্ধের বিধান?
____
- উপদেশ-পরমেশ্বর করুণাময়—দযাময়। তাঁহার করুণার অস্ত নাই।
সমাপ্ত