অমৃত/ঘৃণিতের প্রত্যুত্তর

উইকিসংকলন থেকে

১৪
ঘৃণিতের প্রত্যুত্তর


অট্টালিকা কহে, জীর্ণ কুটরেরে ডাকি’,
“বিপদ ঘটা’লি, কুঁড়ে, মোর কাছে থাকি’;
হঠাৎ আগুন লেগে গেলে তোর গায়,
আমারো জানালা কড়ি, সব পুড়ে যায়।”


  কুটীর কহিছে, “ভায়া, আমারো যে ভয়,-
  কাছে আছ, যদি কভু ভূমিকম্প হয়,
  তুমি চূর্ণ হ’বে, আমি গরীব বেচারি,
  চাপা প’ড়ে মারা যাব,—ভয় দু’জনারি।”
    ____


উপদেশ-কাহাকেও ঘূণা করা ভাল নয়। দুইজনে একত্র থাকিতে

হইলে দুই জনকে ভালমন্দ দুই-ই এক সঙ্গে ভোগ করিতে হয়।