বিষয়বস্তুতে চলুন

অমৃত/পরিহাসের প্রতিফল

উইকিসংকলন থেকে
২৬
পরিহাসের প্রতিফল


পরিহাস-ভরে নর কহে, “রে জোনাকি!
তিমির-বিনাশে চেষ্টা করিছিস্ নাকি?
কি আশ্চর্য্য! ভাগ্যে ঐ আলোটুকু আছে,
তাই তোরে দেখা যায় অন্ধকার-মাঝে।


  তোর পক্ষে, ক্ষুদ্র জীব, এই তো প্রচুর;
তুই কি করিবি, কীট, অন্ধকার দূর?”
জোনাকি বলিছে, “ভায়া, কিসের বড়াই?
তোমার দেহে তো আলো একটুও নাই!”
    ____


উপদেশ—গর্ব্ব করিয়া কাহাকেও ঠাট্টা করিতে গেলে নিজেকেই

অবমানিত হইতে হয়।