অমৃত/বাণিজ্যে বসতে লক্ষ্মীঃ
অবয়ব
< অমৃত
(পৃ. ৩৪)
৩৪
বাণিজ্যে বসতে লক্ষ্মীঃ
গঙ্গা-সাগরের স্নানে পুণ্য-বাঞ্ছা করি’,
মহামূল্য হীরকের অলঙ্কার পরি’,
নামিলেন শেঠপত্নী সাগরের জলে;
অকস্মাৎ অলঙ্কার প’ড়ে গেল তলে।
কাঁদি শেঠপত্নী কহে, “তুমি রত্নাকর,
ভূষণ ফিরায়ে দেহ, করুণাসাগর!”
সিন্ধু কহে, “সিন্ধু-পোতে উঠি’ তব স্বামী
দূরে যাক, লক্ষগুণ ফিরে দিব আমি।”
____
- উপদেশ—বাণিজ্যে লক্ষ্মী বাস করেন, অর্থাৎ এক দেশের জিনিষ
দূর দেশে লইয়া গিয়া বিক্রয় করিলে প্রচুর অর্থ লাভ হয়।