অমৃত/বিনয়

উইকিসংকলন থেকে
বিনয়


বিজ্ঞ দার্শনিক এক আইল নগরে,—
ছুটিল নগরবাসী জ্ঞান-লাভ-তরে;
সুন্দর-গম্ভীর-মূর্ত্তি, শান্ত-দরশন
হেরি’ সবে ভক্তি-ভরে বন্দিল চরণ।

সবে কহে, “শুনি, তুমি জ্ঞানী অতিশয়,
দু’ একটি তত্ত্ব-কথা কহ, মহাশয়।”
দার্শনিক বলে, “ভাই কেন বল জ্ঞানী?
‘কিছু যে জানি না’ আমি এই মাত্র জানি।”


 উপদেশ—যিনি প্রকৃত জ্ঞানী, তিনি তাঁহাব জ্ঞানের অহঙ্কার না করিয়া সর্ব্বদাই বিনয়নম্র থাকেন, কেন না তিনি ভালরূপেই জানেন যে, তিনি যত বড়ই জ্ঞানী হউন না কেন, বিশ্বের অনন্ত জ্ঞানের মধ্য হইতে তিনি যৎসামান্য—অতি অল্প পরিমাণ মাত্র জ্ঞান লাভ করিতে পারিয়াছেন।