অমৃত/মনোরাজ্যে জড়ের নিয়ম

উইকিসংকলন থেকে
২৩
মনোরাজ্যে জড়ের নিয়ম


পাপের টানেতে যদি কোন (ও) উচ্চমতি
ক্রমে নিম্ন দিকে পায় অব্যাহত গতি,
জড় জগতের চির-প্রথা-অনুসারে,
অধঃপতনের বেগ ক্রমে তার বাড়ে।


  একবার নীচে যদি প’ড়ে যায় মন,
  তারে ক্রমে উর্দ্ধে তোলা কঠিন কেমন;
  জড় জগতের চির-প্রসিদ্ধ প্রথায়
  উর্দ্ধমুখে তার গতি শত বাধা পায়।
    ____


উপদেশ—পাপের পথ ভারি সোজা, আর একবার পাপের পথে

গেলে পুণ্যের পথে ফেরা বড় কঠিন।