অমৃত/সাধু প্রকৃতি

উইকিসংকলন থেকে

সাধু প্রকৃতি


যত জল শুষে লয় প্রখর তপন,
প্রতি বিন্দু বৃষ্টিরূপে করে প্রত্যপর্ণ;
বায়ু, তেজঃ, ক্ষিতি হ’তে বৃক্ষ যাহা পায়,
ফল-পত্র-কাণ্ডরূপে ফিরে দিয়ে যায়;


  গাভী যে তৃণটি খায়, করে জল পান,
  তার সার —দুগ্ধরূপে করে প্রতিদান;
  পরদ্রব্য সাধু যদি করেন গ্রহণ,
  জীবের মঙ্গল-হেতু করেন অর্পণ।
    ____


উপদেশ—সাধু লোকেরা পরের দেওয়া জিনিষ গ্রহণ করিলেও

তাহা নিজে ব্যবহার করেন না—তাহা আবার পরকেই বিতরণ করেন।