বিষয়বস্তুতে চলুন

আখ্যানমঞ্জরী (দ্বিতীয় ভাগ)/অদ্ভুত অমায়িকতা

উইকিসংকলন থেকে

অদ্ভুত অমায়িকতা

সম্রাট দ্বিতীয় জোসেফ্ অতিশয় অমায়িক ও নিরহঙ্কার ছিলেন, সর্ব্বদা সর্ব্ববিধ লোকের সহিত, আলাপ করিতেন, সম্রাটপদে প্রতিষ্ঠিত বলিয়া, অহঙ্করে মত্ত হইযা, কাহাকেও হেয়জ্ঞান করিতেন না। তিনি একদা ফান্সের রাজধানী পারী নগরে গমন করিয়াছিলেন। তথায় তিনি প্রচ্ছন্ন-বেশে, পান্থনিবাসে[] গিযা, সকল লোকের সহিত, নিতান্ত অমাযিকভাবে, কথোপকথন কবিতেন।

 একদিন, তিনি, এক ব্যক্তির সহিত সতরঞ্চ খেলিতে বসিলেন। প্রথম বাজিতে তাঁহার হার হইল। সম্রাট আর এক বাজি খেলিবার ইচ্ছাপ্রকাশ করিলে, সে ব্যক্তি বলিলেন, মহাশয়, আমায় মাপ করিবেন, আমি আর খেলিতে পারিব না। শুনিয়াছি, অদ্য সম্রাট্ বঙ্গভূমিতে যাইবেন, আমি তাঁহাকে দেখিবার জন্য তথা যাইব। তখন তিনি বলিলেন, আপনি, সম্রাটকে দেখিবার নিমিত্ত এত ব্যগ্র হইয়াছেন কেন, তাহাকে দেখিলে, আপনার কি লাভ হইবে, বলুন। আমি আপনাকে অবধারিত বলিতেছি, তাঁহাতে ও অন্য অন্য ব্যক্তিতে, কোনও অংশে, কিঞ্চিত্র প্রভেদ নাই। তখন সে ব্যক্তি বলিলেন, যা হউক না কেন, সম্রাট্ অতি প্রসিদ্ধ প্রধান লোক, তাহাকে দেখিবার নিমিত্ত, অনেক দিন অবধি, আমার অনিবার্য কৌতূহল জন্মিযা আছে, নিকটে পাইয়াও, যদি তাঁহাকে একবার না দেখি, তাহা হইলে, আমার মনে অত্যন্ত ক্ষোভ থাকিবে।

 তাহার এইরূপ ব্যগ্রতা দেখিয়া, সম্রাট বলিলেন, আপনার বঙ্গভূমিতে যাইবার কি এই একমাত্র উদ্দেশ্য তিনি বলিলেন, হাঁ মহাশয়, বাস্তবিক, অমার এতদ্ভিন্ন আর কোনও উদ্দেশ্য নাই। তখন সম্রাট্ বলিলেন, আসুন, আমরা আর এক বাজি খেলি, ও জন্য, আর আপনকার ক্লেশস্বীকার করিযা, রঙ্গভূমিতে যাইবার প্রযোজন নাই। যাহাকে দেখিবার নিমিত্ত, তথায় যাইতে ব্যগ্র হইযাছেন, সে ব্যক্তি এই আপনাকার সম্মুখে উপস্থিত রহিয়াছে।

 এই কথা শ্রবণমাত্র, অতিমাত্র, চকিত ও চমৎকৃত হইয়া, তিনি তৎক্ষণাৎ দণ্ডায়মান হইলেন, এবং সাতিশয় সম্মান সহকারে, অভিবাদন করিয়া, কৃতাঞ্জলি হইয়া, নিতান্ত বিনীত বদনে, নিবেদন করিলেন, মহারাজ, আপনাকে সামান্য ব্যক্তি স্থির করিয়া, সমকক্ষ ভাবে কথোপকথন করিয়াছি, এবং আপনকার সহিত খেলিতে বসিযাছি, ইহাতে অমার যে অপরাধ হইযাছে, দয়া করিয়া তাহার মার্জনা করিতে হইবে। সম্রাট্ শুনিয়া, সহাস্য বদনে, হস্তে ধরিয়া, তাহাকে বসাইলেন, এবং অশেষ প্রকারে বুঝাইযা ও অভযদান করিয়া, পুনর্ব্বার তাহার সহিত খেলিতে বসিলেন।

 তদীয় ঈদৃশ অদ্ভুত অমাযিক ভাব দর্শন, সাতিশয় বিস্ময়াপন্ন হইযা, তিনি, মনে মনে, তাহাকে ধন্যবাদ প্রদান করিতে লাগিলেন। বস্তুত, সম্রাটপদে প্রতিষ্ঠিত ব্যক্তির ঈদৃশ অমায়িক ভাব অদৃষ্টচর ও অশ্রুতপূর্ব্ব ব্যাপার।

  1. পান্থনিবাস, পথিকদিগের অবস্থিতির স্থান।