আজাদী সৈনিকের ডায়েরী/জাপানীদের সহিত আজাদ হিন্দ সঙ্ঘের গোলযোগ
অবয়ব
১লা ডিসেম্বর ১৯৪২:
জাপানীদের সঙ্গে গোলযোগ বাধিয়াছে। ইণ্ডিপেণ্ডেন্স্ লীগের কর্ম পরিষদের (কাউন্সিল অফ্ এ্যাকসন্) কার্য্যে জাপানী কর্ত্তৃপক্ষ প্রায়ই বাধা দিতেছে। জাপ সেনা বাহিনীর সঙ্গে অন্যান্য প্রতিষ্ঠানের সংযোগ স্থাপনের জন্য একটি যোগাযোগ বিভাগ আছে—তাহার নাম ইওয়াকুরে কিকান্। কিকান্ চাহে কর্ম পরিষদ এবং আমাদের জাতীয় সেনাবাহিনীকে নিজেদের উদ্দেশ্য সাধনের জন্য নিয়োজিত করিতে।